ইংরেজি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর দায়েরকৃত মানহানি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। আজ রবিবার (১ নভেম্বর) ফেনীর সদর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ খান পরবর্তী শুনানির তারিখ আগামী বছরের ৪ জানুয়ারি ধার্য করেন।
ফেনী জেলা জজ আদালতের আইনজীবী এডভোকেট বুলবুল আহমেদ সোহাগ জানান, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরীর দাখিলকৃত প্রতিবেদনের উপর পর্যালোচনা করা হয়। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট কামরুল হাসানসহ অন্যান্য আইনজীবীরা অংশ নেন।
এসময় আদালতে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন মামলার বাদী সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
উল্লেখ্য, ফেনীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে ২০১৭ সালের ২৯ জানুয়ারি ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা (পিটিশন মামলা মামলা নং ১৭/২০) করেন সাংসদ নিজাম হাজারী। মামলায় একই পত্রিকার সাংবাদিক মামুনুর রহমান ও অজ্ঞাতনামা তিনজনকে অভিযুক্ত করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নির্দেশ দেন। পরে ওসি রাশেদ খান চৌধুরী মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।