ফেনী জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের চেতনা নিয়ে বাঙালী ঘরে ফিরে যাওয়ার পরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধের সংগ্রাম এখনও শেষ হয়নি। যেদিন সোনার বাংলা গড়ে উঠবে সেদিন সংগ্রাম শেষ হবে। আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলাপ্রশাসক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ভূমিকা রাখতে হবে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠলে, দেশ উন্নত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। সোনার বাংলা গড়ার পেছনে যারা কাজ করছেন সকলেই ৭ই মার্চ এর ভাষণ থেকে অনুপ্রাণিত হয়েছেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য জানতে হবে, এ নিয়ে গবেষণা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাকির হাসান বলেন, ৭ই মার্চ জাতীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেদিনের ভাষণের পর থেকেই যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল মুক্তিযোদ্ধারা। ৫২ বছর পর এ ভাষণ নিয়ে গবেষণা হচ্ছে৷ ১৯ মিনিটের সে ভাষনের দিনটি আমাদের জাতীয় জীবনে অনন্য।
সভায় ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা সরকারি গণগ্রন্থাগারের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫১ জনকে পুরস্কৃত করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতোলেব সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।