৩ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের আচরণ, শ্রেণিকক্ষে অমার্জিত ভাষার ব্যবহার, কিন্ডারগার্টেনের সংখ্যাধিক্য ও বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রাথমিক শিক্ষার গুনগতমান নিশ্চিতকরণ ও উন্নয়ন’ সভায় সভাপতির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ফেনী জেলায় অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছে, ছাত্র কম তবে কিন্ডারগার্টেনগুলোতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। তিনি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকরা অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ রয়েছে। অনেক শিক্ষক আবার রাজনীতির সাথে জড়িত। এতে ফেনীর জেলার প্রাথমিক শিক্ষার গুনগতমান বাড়ছে না।
জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান নিশ্চিত করার জন্য কাজ করুন। অনেক শিক্ষক একই কর্মস্থলে ২৫-৩০ বছর ধরে রয়েছেন। শিক্ষার গুনগতমান নিশ্চিত করার স্বার্থে তাদেরকে বদলি করুন। সরকারি প্রাথমিক স্কুলের আশপাশে যাতে কোন কিন্ডারগার্টেন গড়ে না ওঠতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন।
এসময় তিনি আগামী ১ জানুয়ারী জেলার সকল স্কুলে বই উৎসব জাঁকজকমপূর্ণভাবে উদযাপনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোসলেহ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আজিজুর রহমান মুজমদার, পিটিআইয়ের সহকারি সুপার রওশন আক্তার জাহান ও ফেনী চেম্বারের পরিচালক গোলাম ফারুক বাচ্চু।
এসময় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, সরকারি জিয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক এস.এম মাহবুবুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন উর রশিদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।