দিনের ব্যবধানে ফেনীতে আরও ৩৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭ জনে। আর করোনা আক্রান্তদের মধ্যে মোট ২ হাজার ২৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলা আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১২ এপ্রিল) বিকালে এসব তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত রবিবার (১১ এপ্রিল) নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ফেনীর ১৬৫ টি , ফেনীর বক্ষব্যাধি ক্লিনিকে ৯টি এবং নোয়খালী সিভিল সার্জন অফিসে ১৫০জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষায় করা হয়। তার মধ্যে ৩৪টি পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে ১০জন বিদেশগামী যাত্রী। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ১৬ জন, ছাগলনাইয়ায় ৮ জন, দাগনভূঞায় ২ জন, পরশুরামে ৩ জন, ফুলগাজীতে ৪ জন এবং সোনাগাজীতে ১ জন রোগী রয়েছে।
স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যমতে, পরীক্ষার জন্য মোট প্রেরিত ১৭ হাজার ৪৯৩টি নমুনার মধ্যে প্রাপ্ত ১৭ হাজার ১১৪টি নমুনার ফলাফলে উক্ত সংখ্যা শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৭.৬৮ শতাংশ। সুস্থতার হার প্রায় ৭৪.৫৬ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আ্ইসোলেশেন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৯১ জন, তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৬৭১ জন, হাসপাতালে ভর্তি আছেন ২০জন। ভর্তিকৃতদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে রয়েছেন ১৪ জন, দাগনভূঞায় ১জন, পরশুরামে ১জন এবং মেডিনোভা হাসপাতালে রয়েছেন ৪ জন।