চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ফেনীতেও এ কম্পন অনুভূত হয়েছে বলে কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৬ টা ৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত আবহাওয়া দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভলকানো অ্যান্ড আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্য মতে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। গভীরতা ছিলো ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। যার উৎপত্তি স্থল ভারতের মিজোরাম রাজ্যের উত্তর ভানলাইপাই।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা আর্থকোয়ার্কট্রেকারের হিসেবে, গত দুই মাসে দশবার ভূমিকম্প হয়েছে মিজোরাম রাজ্যের উত্তর ভানলাইপাইয়ে।
এছাড়াও চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও বান্দরবানেও ভূকম্পন অনুভূত হয়।
এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।