মৃদু ভু-কম্পন অনুভুত হয়েছে ফেনীতে। রোববার (২১ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
এটির উৎপত্তিস্থল ছিল মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে। চট্টগ্রাম থেকে দূরত্ব ২২১ কিলোমিটার উত্তর পূর্বে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূতলের ৪০ কিলোমিটার গভীরে। রিখটার স্ক্রেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
চট্টগ্রামসহ আশেপাশের অঞ্চলগুলোতে এ ভূকম্পন অনুভূত হয়।
ফেনীর অনেক স্থানে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। অনেকে ফেসইবুকে পোস্ট করে সে খবর জানান দিচ্ছেন।