ফেনীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিরুদ্ধে পঁচা ও নিম্নমানের পেঁয়াজ বিক্রির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে শহরের ট্রাংক রোড জিরো পয়েন্ট এলাকায় পণ্য বিক্রয়ের সময় পঁচা পেঁয়াজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
ওই সময় টিসিবি থেকে পন্য ক্রয় করে মতিন মিয়া নামে এক ক্রেতা বলেন, ২ লিটার তেল ও ৪ কেজি পেঁয়াজ কিনেছে। তবে সবগুলো পেঁয়াজ পঁচা ও একদম নিম্নমানের।
বাবুল মিয়া নামে আরেক ক্রেতা বলেন, এমন নিম্নমানের মানের পণ্য বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে তারা।
টিসিবির বিক্রয়কর্মী মুকছোদুর রহমান বলেন, বস্তার সামান্য কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। তবে বেশিরভাগই ভালো মানের।
টিসিবির ডিলার হুমায়ুন কবির ভূঞা দৈনিক ফেনীকে বলেন, আমরা টিসিবি থেকে এ পেঁয়াজ ক্রয় করি। তাদের গোডাউনেও একই অবস্থা। তবে মানুষের কথা বিবেচনা করে বস্তা থেকে পেঁয়াজ বাছাই করে বিক্রি করা হচ্ছে।