দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার (৫ মে) দুপুরে এ তথ্য তুলে ধরেন।
এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া রোগী।
নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭১১ জনের, যেটি আগের দিনের চেয়ে ৪৯৬ টি কম।
এখনো পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩৪০৫ জনের।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৯২৯ জন।
গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন গেছেন ১ জন এবং তিনি তাঁর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
নাসিমা সুলতানা জানান, মৃত ব্যক্তি একজন পুরুষ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন মোট ১৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৪০২ জন।
এখন মোট ৩৩টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়েছে।