ফেনী নদীর পানির প্রতিদান দিতে ভারত। তবে তিস্তা নয় অন্য ছয় নদীর যে কোনোটি দিয়ে ভারত ফেনী নদীর পানির প্রতিদান দিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
সোমবার (২ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।


পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শ্রিংলা বলেছেন, আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। ফেনী নদীর পানি দিয়েছেন। আমার এর প্রতিদান দিতে চাই। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দু’দেশেরই আগ্রহ রয়েছে। তবে এটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। আমরাও আশাবাদী তিস্তা নিয়েও আলোচনা হবে।’


তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে, নতুন সোনালী অধ্যায় শুরু করেছেন, এতে বাংলাদেশ সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে অনেক সমস্যাই সমাধান হয়েছে।’


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র সচিবের সঙ্গে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। গত বছরের চেয়ে এবছর সীমান্তে হত্যা বেড়েছে। আমরা জিরো কিলিং চাই। তিনি বলেন, তারা এটা দেখবেন। এনআরসি নিয়ে তিনি বলেছেন, ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন- এনআরসি একান্তই অভ্যন্তরীণ বিষয়। এটা প্রতিবেশী দেশে প্রভাব ফেলবে না। ভারতের আদালতের নির্দেশনা অনুযায়ীই এনআরসি হচ্ছে।’