ফেনীর ৬ থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন পরশুরাশ থানার ওসি মু. খালেদ হোসেন। আজ সোমবার (৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৬ মে পরশুরাম থানার ওসি হিসেবে যোগ দেন খালেদ হোসেন। যোগদানের পর থেকে পরশুরামে মাদক বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা, চাঞ্চল্যকর একাধিক মামলার রহস্য উদঘাটন, অবৈধ চোরাচালানের মালামাল উদ্বার, একাধিক মাদক ব্যবসায়ীদেরকে আটক করতে সক্ষম হন। এছাড়া করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি ভূমিকা রেখেছেন।

এ প্রসঙ্গে ওসি খালেদ হোসেন জানান, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এজন্য তিনি পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন সাইকুল আহমেদ ভূইয়া (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার। এছাড়াও শ্রেষ্ঠ এসআই সোনাগাজী মডেল থানা এসআই (নিরস্ত্র) নিয়াজ মোহাম্মদ খান, শ্রেষ্ঠ এএসআই পরশুরাম মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল আলম।