ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের সাড়াশিয়া গ্রামের বারি-১৭ জাতের সরিষা বীজ উৎপাদন প্রদশর্নীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকালে (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফেনীর মুহুরী সেচ প্রকল্প ও সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের সেচ ব্যবস্থাপনা অপারেটর (আইএমও) ব্যবস্থাপনায় ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে রোপা আমন-পতিত-বরো শস্য বিন্যাসে সরিষা চাষ প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়।


মুহুরী ইরিগেশন প্রজেক্ট’র ডিজিএম এস এস আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোমিনুল ইসলাম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মুহুরী পানি ব্যাবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ কামরান।


অতিথিরা বক্তব্যে বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভোজ্য তেলের চাহিদা বেড়েছে এবং স্থানীয় জাতের সরিষার ফলন কম হওয়ার কারণে বিকল্প ভোজ্য তেল সয়াবিনের প্রতি আমাদের ঝুঁকতে হয়েছে। কিন্তু তা স্বাস্থ্যসম্মত নয়। সরিষার তেলে মানবদেহের জন্য অনেক গুণাগুণ রয়েছে। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত বারি সরিষা-১৭ জাতটি স্বল্প জীবনকাল এবং ফলন অনেক বেশি হওয়ায় কৃষকদের লাভের পরিমান অনেক বাড়বে।