শহর প্রতিনিধি :

ফেনীতে ‘রক্তের জাত নেই, দৃষ্টিতে মৃত্যু নাই’ এ প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

সিভিল সার্জন ডা: নিয়াতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন বিএমর সভাপতি ডা: সাহেদুল ইসলাম কাওসার ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএসআর মাসুদ রানা।

পরে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।