শনিবার (২ নভেম্বর) সারাদেশে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জেডিসি পরীক্ষা। এ বছর ফেনীতে ৩৫টি কেন্দ্রে ৩১ হাজার ৭শ ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৬টি পরীক্ষা কেন্দ্রে ২৫ হাজার ৭০ জন জেএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ৯টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৬শ ৫৭ জন জেডিসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ জানান, ফেনী সদর উপজেলার ১০ কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থী ৯ হাজার ৮শ ৮৬ জন, সোনাগাজী উপজেলার ৪ কেন্দ্রে ৪ হাজার ৬ জন, দাগনভূঞা উপজেলার ৪ কেন্দ্রে ৪ হাজার ৮শ ৩০ জন, ছাগলনাইয়া উপজেলার ৫ কেন্দ্রে ২ হাজার ৮শ ৮১ জন, ফুলগাজী উপজেলার ২ কেন্দ্রে ২ হাজার ১শ ২০ জন ও পরশুরাম উপজেলায় ১ হাজার ৩শ ৪৭ জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জেডিসি পরীক্ষায় ফেনী আলীয়া কামিল মাদ্রাসায় ১ হাজার ২শ ৭৬ জন, বিরিঞ্চি নুরিয়া সিনিয়র মাদ্রাসায় ৬শ ৬ জন, বক্তারমুন্সী ফাজিল ইসলামিয়া মাদ্রাসায় ৫শ ৬২ জন, মতিগঞ্জ আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ে ৭শ ৪৩ জন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ১ হাজার ৩শ ৪ জন, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৫শ ৬৫ জন, দাগনভূঞা আজিজিয়া আলিম মাদ্রাসা ৬শ ৮১ জন, কোরাইশ মুন্সী আলিম মাদ্রাসায় ৫শ ৯৭ জন, ফুলগাজীর মুন্সীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩শ ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

তিনি আরও জানান, নবম শ্রেণীর ভোকেশনাল পরীক্ষায় ৮ কেন্দ্রে ১ হাজার ২শ ২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

কাজী সলিম উল্যাহ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের নিরাপত্তায় ১৪৪ ধারা জারি ও পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটও থাকবে।