ফেনী সদরের লেমুয়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় ৫ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনিরুজ্জামান এ জরিমানা করেন।


তিনি জানান, কৃষি জমির মাটি বিক্রির খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের নির্দেশনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার এ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লেমুয়া ইউনিয়নের রামপুর গ্রামে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় ব্যবসায়ী শেখ ফরিদ, মনির, ইব্রাহীম, জাফর, খোকন ও করিম নামে ৬ ব্যবসায়ীর ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


তিনি আরও জানান, কৃষি জমির মাটি কেটে পরিবেশের ক্ষতি রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।