প্রাথমিকে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় ফেনী পৌরসভা পর্যায়ে প্রথম হয়েছে ফেনী সরকারি আদর্শ পাইলট প্রাইমারি বিদ্যালয়। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাইলট প্রাইমারিতে আয়োজিত প্রতিযোগিতায় ফেনী পৌরসভার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার হাজারী, সুলতানপুর আমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চয়নিকা চৌধুরী ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তনুশ্রী দত্ত।


মূল্যায়ন শেষে বিচারকরা শুদ্ধ স্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় ফেনী পাইলট প্রাইমারিকে প্রথম, ফেনী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়কে দ্বিতীয় ও ফেনী জিএ একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তৃতীয় ঘোষণা করেন।
প্রাথমিকে এ প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ে পাইলট প্রাইমারি অংশ নেবে।