ফেনী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে আয়োজিত শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফেনী সেন্ট্রাল হাই স্কুল। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় সদরের ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর কাশেদুল হক, হাজী মনির আহম্মদ কলেজের শিক্ষিকা সীমা নাথ ও জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শান্তি রঞ্জন চৌধুরী।
প্রতিযোগিতায় ৮টি দলের পরিবেশনা মূল্যায়ন করে সদর উপজেলা পর্যায়ে ফেনী সেন্ট্রাল হাই স্কুলকে প্রথম ও ফেনী সরকারি বালিকা বিদ্যালয়কে দ্বিতীয় ঘোষণা করা হয়।

ফেনী সেন্ট্রালের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, জেলা পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিদ্যালয়ের মেয়েরা অংশ নেবে।