ফেনীর ট্রাংক রোডে মফিজ নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ট্রাংক রোডের জয়কালী মন্দিরের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয় পান বিক্রেতা আজিম।


আজিম জানান, মফিজ বুকে ব্যাথা করছে বলে জয়কালী মন্দিরের ভেতরে শুয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পান বিক্রেতা শংকরসহ পার্শ্ববর্তী ঔষধ দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেবার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে গেলে হাসাপাতালে নিয়ে যাই। সেখানে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফেনী জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হাসান সাম্মি জানান, দুপুরে কয়েকজন পথচারী অজ্ঞান অবস্থায় তার দেহ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


মফিজকে হাসপাতালে আনায়নকারী আজিম জানায়, তিনি ফেনী সদরের আফতাব বিবির হাটের মধুয়াই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মফিজ দিনমজুরের কাজ করত। স্থানীয় ব্যবসায়ীদের ফরমায়েশ খাটত।


ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান, ঘটনাটি আমরা অবহিত হয়েছি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে আমরা শুনেছি। এ ঘটনায় আমাদের একজন অফিসার তদন্ত করছেন। তিনি রিপোর্ট প্রদান করলে বিষয়টি স্পষ্ট হবে।