চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীদের কাছে রায়ের কপি পৌঁছে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফেনীর স্টেনোগ্রাফার শামছুদ্দিন জানান, সোমবার মামলার রায়ের ২১৯ পৃষ্ঠার নকল কপি (চুড়ান্ত কপি ২১১ পৃষ্ঠা) ফেনী জেলখানায় ১৬ জন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ও জেল সুপারের কাছে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্রে গেলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। ৮ এপ্রিল তার ভাই মাহমুদুল হাসান নোমান আট জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।

এ মামলা পুলিশ হতে ১০ এপ্রিল পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে হস্তান্তর করা হয়। ১৬ জনকে আসামী করে ২৯ মে পিবিআই আদালতে ৮শ পৃষ্ঠার চার্জশীট দাখিল করে। আদালত ২৭ জুন হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ৬১ কার্যদিবসে ৮৭জনের স্বাক্ষ্য গ্রহণের পর ৩০ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করে।

২৪ অক্টোবর অভিযুক্ত ১৬ জনের সবাইকে ফাঁসির আদেশ দেয় আদালত। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় এ রায় প্রদান করেন।