১৯ জানুয়ারি ২০২০ ।। নিজস্ব প্রতিনিধি ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সড়ক ও জনপথ এবং গণপূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা ও উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি এ তিনি এ নির্দেশ প্রদান করেন।


তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এসময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিসের কাছাকাছি সড়কে সংশ্লিষ্ট অফিসের পরিচয় সম্বলিত সাইনবোর্ড স্থাপন করতে সড়ক ও গণপূর্ত বিভাগকে বলেন জেলা প্রশাসক।


এছাড়াও সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের কবর বাঁধাইয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের সাথে কথা বলে কাজ শুরু করতে গণপূর্ত বিভাগকে নির্দেশনা দেন। এক্ষেত্রে কোন মুক্তিযোদ্ধা পরিবার যদি তাদের স্বজনের কবর বাঁধাই রাজী না হয় তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা গ্রহণের পরামর্শ দেন।