১৪ জানুয়ারি ২০২০ ।। ক্রীড়া প্রতিবেদক ।।


চট্টগ্রামের এস.এস ক্রিকেট একাডেমী আয়োজিত একুশে ভাষা শহীদ একাডেমী কাপে অংশ নিয়েছে ফেনী ক্রিকেট একাডেমীর অনুর্ধ-১২ দল। গ্রুপ পর্যায়ের ম্যাচের ৩টির মধ্যে ২টি হেরে লিগ থেকে ছিটকে পড়েছে তারা।


আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে বিকেএসপি মাঠে র্টুনামেন্টের ৫ম দিনের খেলায় ১ম ম্যাচে ফেনী ক্রিকেট একাডেমীকে ৩৫ রানে পরাজিত করে ব্রাদার্স ক্রিকেট একাডেমী। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে ব্রাদার্স। দলের পক্ষে ওমর ফারুক ৫৩ বলে ৭৬ রান করে। ফেনী ক্রিকেট একাডেমীর বোলার তানভীর ও ইস্তি প্রত্যেকে তিন উইকেট লাভ করে।


জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৫ রানে থেমে যায় ফেনী ক্রিকেট একাডেমীর ইনিংস। দলের পক্ষে ওমর সর্বোচ্চ ২১ ও ফিরোজ ২০ রান করে। ব্রাদাসের্র বোলার হৃদয় ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হয় ব্রাদার্সের ওমর ফারুক। পুরস্কার প্রদান করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় নুরুল আবেদীন নোবেল ও এহেসান উল হক সিজান।


একই দিন অপর ম্যাচে স্বাধীনতা ক্রিকেট একাডেমীকে ৯ রানে পরাজিত করে ফেনী ক্রিকেট একাডেমী। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ফেনী ক্রিকেট একাডেমী সংগ্রহ করে ১৬৩ রান। দলের পক্ষে আবিদ সর্বোচ্চ ৩৪ বলে ৪২, ওমর ২২ বলে ২৮ রান করে। স্বাধীনতা একাডেমীর বোলার ৩ উইকেট লাভ করে।


জবাবে ব্যাট করতে নেমে স্বাধীনতা ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে শাকিল ২৫ (১৭), ইয়াসিন ৩৪ (২৮) রান করে। ফেনী ক্রিকেট একাডেমীর বোলার তানভীর ৩ উইকেট পেয়ে ম্যাচ সেরা হয়। তার হাতে বিভাগীয় কোচ মুমিনুল হক পুরস্কার প্রদান করেন।


এর আগে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) ২য় গ্রুপে লিগের প্রথম ম্যাচে স্বাগতিক এস.এস ক্রিকেট একাডেমীর কাছে ৩০ রানে হারে ফেনী ক্রিকেট একাডেমী।


ম্যাচের উল্লেখযোগ্য দিক ছিল বিজয়ী দলের রুবায়েত খান আফ্রিদির চমৎকার অলরাউন্ড নৈপুণ্য। ব্যাট হাতে ৩১ বলে ৪২ রানের পাশাপাশি বোলিংএ ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে সে টানা ২য় ম্যাচেও ম্যাচসেরার পুরষ্কার লাভ করে। এস এস ক্রিকেট একাডেমী- ২০০/৯(২০), রুবায়েত খান ৪২(৩১) মাহাফুজ ৩৩(২২), আবির ৪-১৮-৩। ফেনী ১৬৯/৮ (২০), তাহাসিন আকিব ২৮(২৪), নাবিল ১৮(১৪), রুবায়েত খান ০৪-৪৪-২। ম্যান অব দ্যা ম্যাচ রুবায়েত খান। পুরস্কার প্রদান করেন এস এস ক্রিকেট একাডেমীর সাবেক খেলোয়াড় অভিজিৎ কুমার ঘোষ।


ফেনী ক্রিকেট একাডেমী অনুর্ধ-১২ দলের প্রশিক্ষক রিয়াজ উদ্দিন রবিন জানান, মুলত ক্রিকেটের প্রতি ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ, অভিজ্ঞতা ও সাহস যোগাতে টূর্নামেন্টে অংশ নেয় দলটি।