১০ জানুয়ারি ২০২০ ।।নিজস্ব প্রতিবেদক।।


ফেনীতে দৈনিক কালের কন্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ মীর হোসেন মীরু ভূঞাকে সম্মাননা প্রদান করা হয়েছে।


আজ শুক্রবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় শহরের ডক্টরস ক্লাবে এ পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক এবং দশ হাজার টাকার চেক তুলে দেন।


ফেনী প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ভূঞার সভাপতিত্বে ও দৈনিক কালের কন্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ শাহেদুল ইসলাম কাওসার, ফেনী অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দৈনিক কালের কন্ঠ দেশের ৬৪ জেলায় ৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করে তারাও সম্মানিত হয়েছে।


সমাজে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা না করলে আত্মশুদ্ধি হয় না, সমৃদ্ধি আসে না।


অনুভূতি প্রকাশ করতে গিয়ে মীর হোসেন ভূঞা বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে এসবই আমাদের কামনা, সম্মানটুকু চাই আর কিছু নয়। বক্তব্যে ভূয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে তিনি বলেন, যারা যুদ্ধ করেনি অথচ মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ঘুরছে তাদের ধিক্কার জানাই।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফেনী রেল স্টেশন মাস্টার মাহবুবুর রহমান, আর্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সমর দাস, প্রবীণ সাংবাদিক মাহবুবুল হক, নিউজ ২৪ ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতন, বাসস ফেনী প্রতিনিধি আরিফুল আমীন রিজভী, এস এ টিভি ফেনী প্রতিনিধি মাইনুল ইসলাম রাসেল, যমুনা টিভি ফেনী প্রতিনিধি আরিফুর রহমান, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, বাংলা নিউজ ২৪.কম নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, সাপ্তাহিক ফেনীর গৌরব সম্পাদক কামাল উদ্দিন ভূঞা, দৈনিক আমাদের অর্থনীতি ফেনী প্রতিনিধি শাহজালাল ভূঞা দৈনিক সংবাদ ফেনী প্রতিনিধি শাবিহ মাহমুদ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঞা, ডেইলী সান ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, ভাটিয়াল সম্পাদক আলমগীর মাসুদ, দৈনিক কালের কন্ঠ সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, ডিবিসি টিভির ভিডিও জার্নালিস্ট দুলাল তালুকদার, আবৃত্তি সংসদের সভাপতি খন্দকার এখলাস উদ্দিন বাবলু প্রমুখ।