২৭ ডিসেম্বর ২০১৯ ।। ফুলগাজী সংবাদদাতা ।।


জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ফুলগাজীতে শুরু হয়েছে ‘আপনার ওসি’ কার্যক্রম। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার আমজাদ হাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের সূচনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন।


ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন বলেন, মুলত জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো সেবার মাধ্যমে পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনা। এতে করে অপরাধীদের বিষয়ে আরো বেশি তথ্য পাবে পুলিশ। যাতে করে অপরাধ নিয়ন্ত্রণে জোরালো এবং কার্যকরি ভূমিকা রাখবে।


এদিন 'আপনার ওসি' কার্যক্রমে সমাজের বিভিন্ন স্তরের লোকজনের অভিযোগ শুনে উত্তর ও পরামর্শ দেন ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন।


ইউপি সদস্য শামছুল আলম ভুঞার সভাপতিত্বে সভায় থানা পুলিশের কর্মকর্তারা সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আমজাদ হাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো.শামছুল আলম ভুঞা বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে লোকজন খোলামেলা আলোচনা করেছেন। তাৎক্ষণিক যেসব সমস্যার সমাধান করা যায় তা সমাধান করেছেন তিনি। বাকি সমস্যা সমাধানের প্রয়োজনীয় আইনী পরামর্শ প্রদান করেন।