ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকালে দলীয় কার্যালয়ে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এনামুল করিম মজুমদার বাদলের মৃত্যুৃতে আওয়ামী লীগ এক নিবেদিত প্রাণ রাজনীতিককে হারালো। তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএস আজাদ। এতে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. সফিকুল হোসেন মহিম।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে প্রয়াত বাদল মজুমদারের সহধর্মিণীর হাতে ৫ লাখ টাকার অনুদান তুলে দেয়া হয়েছে।
এসময় উপজেলা যুবলীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার, পৌর কাউন্সিলর আবু শাহাদাৎ চৌধুরী লিটন, রাসুল আহাম্মদ মজুমদার স্বপন, এনামুল হক এনাম, মো. কামাল উদ্দিন, নিজাম উদ্দিন সুমন, আবদুল মান্নান, আবদুল মান্নান লিটন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবদুর রসুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্নপর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।