৬ ডিসেম্বর, ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে শহরের জেল রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়।


আজ সকাল ১০টায় ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসনের পক্ষে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, পুলিশ প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরজ্জামান, ফেনী পৌরসভার পক্ষে পৌর মেয়র হাজী আলাউদ্দিন পুষ্পস্তবক অপর্ণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।


তারপর জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনী মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ২নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ বাহার ভূঞা।

সভায় আরও বক্তব্য রাখেন দাগনভূঞা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্লাহ বাঙালী, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট আকরামুজ্জমান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।


সভায় সমাপনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। তিনি সভায় উপস্থিত সকলকে মুজিব বর্ষ পালনের জন্য আহ্বান জানান। ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল অনুষ্ঠান সঞ্চালনা করেন।


সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ৬ ডিসেম্বর ফেনীর ইতিহাসে একটি অন্যতম গৌরবের দিন। বাংলাদেশের বিজয়ের সূচনা হয়েছিল ফেনীতে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা সর্বোচ্চ সম্মানের দাবীদার। অনুষ্ঠানে ফেনীর সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়।


আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী জেল রোড থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে শহরের দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংগঠক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশগহণ করে।


উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ফেনী পাক হানাদার মুক্ত হয়েছিল। ওইদিন মুক্তিযোদ্ধারা ফেনীকে শত্রুমুক্ত করে স্বাধীন ঘোষণা করেন।