ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচিত ১৪৪ সদস্যের শপথ গ্রহণ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। সভাপতিত্ব করেন এবং শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান।

শুসেন চন্দ্র শীল বলেন, যে শপথটি করেছেন তা মান্য করলে বাংলাদেশ নিয়ে আর ভাবতে হবে না। যথাযথ উন্নয়ন হবেই। যদি আরোপিত দায়িত্বপালনে ব্যর্থ হন, জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইউপি সদস্যরা তৃণমূলে সরকারের প্রতিনিধি। তাই সদস্যদের কর্মকান্ডে নির্ধারিত হবে সরকারের ভাবমূর্তি।

স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি, ভাইস চেয়ারম্যান একে শহীদ খোন্দকার,
ছনুয়া ইউপি চেয়ারম্যান করিমউল্যাহ বিকম।

এতে আরও বক্তব্য রাখেন কালীদহ ইউপি সদস্য মীর হোসেন, শর্শদি ইউপি সংরক্ষিত মহিলা সদস্য বিবি মরিয়ম বেগম রাণী।