দাগনভূঞায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মোঃ একরাম হোসেন (২৫) নামের এক সুটকী বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বসুরহাট রোডের এনায়েত ভূঞা নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
নিহত একরাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবী নগর উপজেলার ভোলার চর গ্রামে মৃত সাহাব উদ্দিনের ছেলে।
 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল ৭ টায় বসুরহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী ড্রিম লাইন বাস উপজেলার বসুরহাট রোডের এনায়েত ভূঞা নামক স্থানে আসলে বিপরীতমুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একরামের মৃত্যু হয়। এতে সিএনজি অটোরিকশা চালক মেহরাজ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়। চালক মেহরাজ দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। চালক মেহরাজের বাড়ি লক্ষীপুর জেলায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 
 
জানাগেছে, নিহত একরাম ফেনী শহরের হাজারী রোডে মাছের সুটকী বিক্রেতা। বিভিন্ন বাজারের সুটকী বিক্রি করার জন্য বের হয়। ওইদিন বসুরহাটে বিক্রি করার জন্য সিএনজি অটোরিকশাযোগে যাচ্ছিলেন পথিমধ্যে দাগনভূঞায় উপজেলার এনায়েত ভূঞা নামক স্থানে পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি ধুমরে-মুচরে যায়। পুলিশ সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসে। 
 
থানার এসআই মোঃ মোবারক হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে  পৌঁছানোর আগেই যাত্রীবাহী ড্রিম লাইন বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাওয়ায় বাসটি আটক করা যায়নি। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের সাথে কথা বলে বাকি আইনী ব্যবস্থা নেয়া হবে।