আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া সংরক্ষিত তালিকায় আছেন দুই ক্রিকেটার।

মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। পূর্বঘোষণা অনুযায়ী দলে নেই তামিম ইকবাল। স্কোয়াডে আছেন মূলত টি-টোয়েন্টি সংস্করণে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা। ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকায় আছেন দুই জন, পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

সাকিব আল হাসানসহ স্পিনারদের তালিকায় আছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান। তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সাথে আছেন পেস অলরাউন্ডার ফেনীর ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন।

র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় প্রথম রাউন্ড খেলতে হবে টাইগারদের। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে।



একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

তথ্যসূত্র-বিডিক্রিকটাইম

ছবি-ইন্টারনেট