ফেনী সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বের) বিকালে দৈনিক ফেনীকে এই তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী।
তিনি জানান, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বকিম এর মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। সে প্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনের এক সভায় উপ নির্বাচন এর বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য গত ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম মৃত্যুবরণ করেন। গত ২৬ আগস্ট হতে ভাইস চেয়ারম্যান একে শহীদ খন্দকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।