ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত গণটিকা কার্যক্রম চলছে। আজ শনিবার (৭ আগস্ট) ফেনীতে দিনব্যাপী গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, প্রথম ধাপে ৩১ হাজার ৬শ ডোজ পাবে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে সিভিল সার্জন কার্যালয়ে টিকা কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

ফেনী পৌর চত্ত্বরে এমপি নিজাম উদ্দিন হাজারী বলেন, বৃষ্টি উপেক্ষা করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি আস্থার উদাহরণ। প্রধানমন্ত্রী প্রত্যেক মানুষেকে টিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। আমরাও সেই কাজে সহযাত্রী।

জেলা সিভিল সার্জন ডা. রফিকুস সালেহিন জানান, প্রথম ধাপে জেলার ৬৩টি কেন্দ্রে ১৫৮ বুথ হতে টিকা দেওয়া হবে৷ প্রতি বুথে ২শ জন ব্যক্তি টিকা পাবেন।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল-উল হাসান, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷