করোনা মহামারীতে কর্মহীন শতাধিক ক্ষুদে ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করে ফেনী জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে ফেনী মিজান ময়দানে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রুহুল আমিন জানান, ১০০ জন কর্মহীন ক্ষুদে ব্যবসায়ীদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হচ্ছে। যার মধ্য চাল, চিনি,ডাল, লবন, সাবান রয়েছে।

ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদে ব্যবসায়ীদের জন্য জেলা প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী আবেদনের প্রেক্ষিতে ১০০ জনকে এই সহায়তা দেয়া হচ্ছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ক্ষুদে ব্যবসায়ীদের জন্য পরবর্তীতে আরও ব্যবস্থা করা হবে।
বিতরণকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।