করোনা সংকটে অক্সিজেন সেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছে ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে অক্সিজেন ব্যাংক নামক সেবামূলক কার্যক্রমের পথচলা শুরু করে।বৃহস্পতিবার (২৯ জুলাই) দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনোয়ারা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী মুরাদ'র সভাপতিত্বে ও আহমেদ হোসেন ভূঁইয়া মানিক'র সঞ্চালনায় উক্ত অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মুর্শোদ হোসেন, ইউনাইটেড ট্রাস্ট ফেনী জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু।

এসময় সাংবাদিক, দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।