মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ফেনীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী।

দপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, আজ সোমবার (২৬ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজারে মোশারফ ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সদরের লেমুয়া ইউনিয়নের মজিমদার হাটে মূল্যতালিকা না থাকায় দুইটি মুদি দোকানকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোহেল চাকমা জানান, অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান এবং জেলা পুলিশ বিভাগের একটি দল।