দাগনভূঞায় সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে ৩১ জনের ১৬ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬ জুলাই) করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া।

ইউএনও জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আজ উপজেলার দাগনভূঞার শূন্যরেখা, সদর ও মাতুভূঞা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিধিনিষেধ অমান্য করায় ও মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ব্যাংকসমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেন জানান ইউএনও। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।