ফুলগাজীর মুন্সিরহাটের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়কার। গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে পুলিশ এবং স্থানীয়দের ধারণা করছে।

আজ রোববার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের পশ্চিমে সীমান্তবর্তী কামাল্লা গ্রামের একটি পুকুরে সেটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, এলাকার বাচ্চা ছেলেরা ওই পুকুর পাড়ের খেলার সময় সেটি খুঁজে পায়। পুকরটিতে পানি ছিল না, সেখানে সীমানপ্রাচীর তৈরি করা হচ্ছিল। পরিত্যক্ত গ্রেনেডটি ময়লা ও শ্যাওলাযুক্ত, যেটিতে লিভার ও পিন ছিল না। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির টহলরত সদস্যরা গিয়ে সেটিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, খবর পেয়ে থানার এসআই এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে সেখানে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করেছে। এটি স্বাধীনতা যুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করছেন তিনি। ওসি জানান, তা খতিয়ে দেখতে বোমা ডিসপোলাজ দলকে খবর দেয়া হয়েছে।