কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ফেনীতে শীঘ্রই পিসিআর ল্যাব স্থাপন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, কোভিড-১৯ রেসপন্স ইমারজেন্সি এসিসট্যান্স প্রকল্পের আওতায় এটি স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে। এরপর ল্যাব স্থাপনের কাজ শুরু করা হবে।

অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্পের পরিচালক স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী, ল্যাব স্থাপনের জন্য ফেনী জেনারেল হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।

বিএমএ ফেনীর সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার জানান, ফেনীর জন্য পিসিআর ল্যাব স্থাপন জরুরী ছিল। এটি এখন কেবল বাস্তবায়নের অপেক্ষায়। আশা করি শীঘ্রই ফেনীর মানুষ এর সুফল পাবে।