দাগনভূঞায় ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা পেয়েছেন আবেদনকারীরা। আজ বৃহস্পতিবার (৬ মে) কোভিড-১৯ পরিস্থিতিতে সংকটে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার নিম্ন আয়ের ১৫ জন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। একই দিন কোভিড পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১০টি বেদে পরিবারকে খাদ্য বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের মাঝে সহায়তা বিতরণ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে সহায়তা পাওয়া একজন জানান, করোনা প্রভাবে দীর্ঘসময় ধরে কাজ নেই। এ পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে আবেদন করার পর খাদ্য সহায়তা পেয়েছি। চলতি সংকটে এটি বড় পাওয়া।

উপজেলা নির্বহী কর্মকর্তা জানান, জরুরি সেবা নম্বর ৩৩৩ এ আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে যাচাইপূর্বক ১৫ জনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তিনি আরো জানান, চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মানবিক সহায়তা দিতে সরকার জরুরি সেবা চালু করেছে। কেউ খাদ্য সংকটে পড়লে ৩৩৩ এ নম্বরে আবেদনের প্রেক্ষিতে তালিকাভূক্ত করে তাদের খাদ্য সহায়তা দেয়া হবে।