করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ফেনীতে ৯ দোকানীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করায় ৮টি দোকানে তালা লাগিয়ে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে শহরের শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানও শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সামনের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিদের্শনা অমান্য করে মাস্ক না পরায় ৯ দোকানীর ৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৮টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়া হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।