করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছেন চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগ। আজ বুধবার (৫ মে) ইউনিয়নের উত্তর শালধর গ্রামের কৃষক বেলাল উদ্দিনের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, লকডউনের কারণে গত কয়দিনে শ্রমিকের দৈনিক মজুরি বেড়ে দ্বিগুন হওয়ায় ধান কাটতে পারছিলেন না কৃষক বেলাল উদ্দিন। বিষয়টি স্থানীয় ছাত্রলীগ নেতাদের নজরে এলে আজ ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কৃষক বেলাল উদ্দিন জানান, যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে ধানকাটা শ্রমিক আসতে পারছে না। আবার আসলেও অনেক বেশি পারিশ্রমিক গুনতে হয়। এমন অবস্থায় তাদের বিষয়টি জানালে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মজুমদার বলেন, করোনাভাইরাসের প্রভাবে ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহবান সাড়া দিয়ে আমাদের এ কার্যক্রম। তিনি বলেন, ইউনিয়নের যেকোনো কৃষক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের পাশে দাঁড়াব।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রফিক জানান, ধান কাটা কার্যক্রমে ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী অংশ নিয়েছেন।

পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন দৈনিক ফেনীকে জানান, গত বছর করোনা মহামারিতে শ্রমিক সংকটে যখন কৃষকেরা ধান কাটতে পারছিলেন না তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। গত বছরের মতো চলমান সংকটেও ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে থাকবে।