মহামারি করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনে দুর্দশায় দিন কাটাচ্ছে অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষেরা। তাদের দুর্দশা লাঘবে সাহায্যের হাত বাড়িয়েছেন ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা। আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ছাগলনাইয়া উপজেলা পরিষদ শিশু পার্কে কর্মকর্তারা সম্মিলিতভাবে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

জানা গেছে, লকডাউনে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য এ উদ্যোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে ইউএনও সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার আর্থিক সহায়তায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া এ কার্যক্রমে সিএনএফ ব্যবসায়ী ছাগলনাইয়ার দক্ষিণ সতর গ্রামের আরিফিন আজাদ বাদল চৌধুরীও আর্থিক সহায়তা করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ জানান, প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার তৈল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি ছোলা বুট ও ১ কেজি মুড়ি দেয়া হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রফিক উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদা প্রমুখ।