শ্রমিক সংকটে অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দলের দপ্তর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামারী করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। করোনার প্রথম ধাপে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়াসহ কৃষকের জমির ধান কেটে দিয়েছিল, যা মাননীয় প্রধানমন্ত্রীসহ সর্বমহলে সমাদৃত হয়েছে। ইতোমধ্যে করোনার দ্বিতীয় ধাপের মহাসংকটে সারাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়ে পড়েছে এবং দেশের কৃষক সমাজ শ্রমিক সংকটে ভুগছে। এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্তর্গত প্রতিটি জেলা/উপজেলা/ইউনিয়ন/ওয়ার্ডের নেতাকর্মীদের কৃষকের জমির পাকা ধান কেটে তাদের ঘরে তুলে দেওয়ার জন্য যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল আহ্বান জানিয়েছেন।