ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করায় দুই মিলের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের সদরের ফলেশ্বরে ওই দুইটি মিলে গিয়ে দেখা যায় তারা অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি প্রক্রিয়াজাত করছে। পবিত্র রমযান মাসে মুড়ির চাহিদা ব্যাপক। সেই মুড়ি যদি স্বাস্থ্যসম্মতভাবে প্রক্রিয়াজাত করা না হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। ওই দুই মিলের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মুড়ির বস্তায় অবশ্যই উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার করা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন সোহেল চাকমা।

অভিযানে ফেনীর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক।