মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা হালনাগাদ না করায় ফেনীতে ৫ দোকানীর ৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ অভিযান পরিচালনা করেন।

সোহেল চাকমা জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেব আজ শহরের মহিপাল কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ২ মুদি দোকানী ও মূল্য তালিকা হালনাগাদ না করায় ৩ সবজি দোকানীর মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য দোকান ঘুরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক।