ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তির ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে তাদের জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউন কার্যকরে ফুলগাজীর মুন্সিরহাট বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ও জরুরী পণ্য ব্যতীত অন্য দোকান পাট খোলা রাখায় ৪ জনকে এ জরিমানা করা হয়।

সময় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি পালন ও জরুরী প্রয়োজন ছাড়া দোকানপাটে আড্ডা এবং বাজারে না আসতে সকলের প্রতি অনুরোধ জানান।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।