দেশে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৭,৬২৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪৭ জনে। এর মধ্য দিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন।

গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জনের। আর মারা গিয়েছিলেন ৬৬ জন। এর আগে করোনায় দেশে এত মৃত্যু দেখা যায়নি। গত বছরের ৩০ জুন মারা গিয়েছিলেন ৬৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

টানা চার দিন ধরে দেশে করোনায় শনাক্ত ৭ হাজারের ওপরে।