ফুলগাজীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণজামায়েত নিষিদ্ধ করাসহ সরকারি নির্দেশ বাস্তবায়নে অভিযানে চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিন দোকানীর ১২ হাজার একশ টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, ফুলগাজী বাজারে পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকা, স্বাস্থ্যবিধি অমান্য করায় নিতাই বণিক ষ্টোরকে ৫ হাজার টাকা, শিপন নামে এক মাংস ব্যবসায়ীর ৫ হাজার টাকা, শামীমা ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক ব্যবহার না করায় এক পথচারীর একশ টাকা জরিমানা করা হয়।

এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি পালন ও জরুরী প্রয়োজন ছাড়া দোকানপাটে আড্ডা ও বাজারে না আসার জন্য আহ্বান জানা ইউএনও।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।