কোন নিয়মনীতির ধার না ধরেই দীর্ঘদিন ধরে মাটি বেচে চলেছেন সরকারি খালের জায়গা থেকে। গাছ কেটে বিক্রি করেছেন একাধিকবার। এমন অপকর্ম করতে নিজের ইউনিয়নের সীমানা ছাড়িয়ে চলে গেলেন পার্শ্ববর্তী ইউনিয়নে। এসব অভিযোগ চরদরবেশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) মতিগঞ্জ ইউনিয়নে এ্যাস্কেভেটর দিয়ে বদর মোকাম খালের মাটি কেটে বিক্রির চেষ্টাকালীন তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু।

চেয়ারম্যান বাবু জানান, দীর্ঘদিন ধরে রমজান আলী মতিগঞ্জে অবৈধভাবে মাটির ব্যবসা করে আসছে। সকালে মতিগঞ্জ ও চরদরবেশ ইউনিয়নের সীমানাবর্তী খালের পাড়ের মাটি কেটে বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে জানাই। পরে ম্যাজিস্ট্রেট এসে মাটি কাটায় ব্যবহৃত একটি এ্যাস্কেভেটর মেশিন জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, অবৈধভাবে আর কখনও মাটির ব্যবসা করবে না মর্মে মুচলেকা নিয়ে রমজান আলীকে ছেড়ে দেয়া হয়।