ফেনী শহরের তাকিয়া রোডে অগ্নিকান্ডে ৩টি প্রতিষ্ঠানের ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে ওই রোডের জিয়া উদ্দিন মিস্টারের মালিকানাধীন তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটিতে প্লাস্টিক, ক্রোকারিজ ও ইলেকট্রিক পণ্যের গোডাউন ছিল। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখন নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, দুপুর ১২টার দিকে প্লাস্টিক জাতীয় পণ্যে গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা। ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সেখানে কোন বৈদ্যুতিক সংযোগ ছিলোনা। তাই আগুনের লাগার কারণ সম্পর্কে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আগুনে ক্ষতিগ্রস্ত শাহী টয় ট্রেডার্স মালিক ফিরোজ ভুইয়া, সুরুজ ইলেকট্রিকের মালিক নিজাম উদ্দিন ও সোহেল ক্রোকারিজের সত্ত্বাধিকারী এমদাদ হোসেন জানান, গুদামে শিশুদের খেলনা, বৈদ্যুতিক সামগ্রী ও প্লাস্টিক জাতীয় মালামাল মজুদ করা ছিলো। আগুনে তাদের মোট ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবী ব্যবসায়ীদের।