ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে সৃষ্ট অগ্নিকান্ডে ২৪ দোকান ভস্মিভূত হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে দশটার সময় ইউনিয়নে মাধু মিয়া মার্কেটের আলমগীরের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ভস্মীভূত হওয়া দোকানগুলোর মধ্যে রেস্টুরেন্টে, মুদি দোকান, কনফেকশনারি, ফার্ণিচার, চা দোকান এবং পান সুপারির দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আজ সকালে সাড়ে দশটার সময় মাধু মিয়া মার্কেটের আলমগীরের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে মাধু মিয়া মার্কেট ও মাক্কু মেম্বারের মার্কেটের সকল দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপন কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও আগুন ছড়িয়ে পড়তে পারতো বলে জানান স্থানীয়রা।

ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, সকাল ১০ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। টানা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান সজিব জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিকভাবে ২৪ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও মার্কেট মেরামতের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বাস প্রদান করেন ইউএনও।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মার্কেটের মালিক পক্ষসহ ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন, মোঃ আলমগীর, মফিজুর রহমান, আবদুল কুদ্দুছ, জামাল সওদাগর, গেট্টু কামাল, খোকা মিয়া, ধনা শর্মা, মনছুর আহমেদ, মোঃ সম্রাট, মহিউদ্দিন, জয়নাল আবদীন, মোঃ মামুন, সিরাজ মিয়া, মোঃ সেলিম, দজু মিয়া, নজরুল ইসলাম, সাগর, রিপন, ফারুকসহ মোট ২৪ জন।