২৮ নভেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।


সোনাগাজীর থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে দুই ধারায় ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আল সামছ জগলুল হোসেন এ রায় প্রদান করেন। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করে আদালত। উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে এটিই প্রথম মামলার রায়।


ফেনীতে আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের শিকার মাদরাসা ছাত্রী নুসরাতের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগ এনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গত ১৫ এপ্রিল এ মামলা দায়ের করেছিলেন।


সাইবার ট্রাইব্যুনালের বিচারক আল সামছ জগলুল হোসেন বাদির জবানবন্দি রেকর্ড করে ঘটনাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন। পিবিআই ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে। গত ২৭ মে ট্রাইব্যুনাল প্রতিবেদন আমলে নিয়ে ওসি মোয়াজ্জেমকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছিলেন।


গত ২০ নভেম্বর মামলার যুক্তিতর্ক গ্রহণ শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আল সামছ জগলুল হোসেনের আদালতে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। এ মামলায় বাদিসহ মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।