সোনাগাজী পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ২ জন মেয়র প্রার্থী, সাধারন কাউন্সিলর প্রার্থী ৯ জন ও ১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। গতকাল বুধবার (২৪ মার্চ) মেয়র পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাবেক প্যানেল মেয়র নূর নবী লিটন, জামাত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এড. হেদায়েত উল্যাহ রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে নুরুল আমিন চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডে মোঃ ইয়াছিন, ৪ নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন, আতিকুর রহমান ৫ নম্বর ওয়ার্ড মোঃ শাহজাহান, ৬ নম্বর ওয়ার্ডে মীর কাসেম হেলাল, ৭ নম্বর ওয়ার্ডে রহমত উল্লাহ, এনায়েত উল্লাহ, ৯ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম জাহাঙ্গীর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৪,৫,৬ নম্বর ওয়ার্ড) প্রার্থী দিল আফরোজ তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২ টায় প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন।